ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিতর্কের মাঝেই কাফির বাড়িতে হামলা, জড়িত যারা

প্রকাশিত: ০৭:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বিতর্কের মাঝেই কাফির বাড়িতে হামলা, জড়িত যারা

নুরুজ্জামান কাফির

পটুয়াখালী জেলার কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে কাফি লেখেন, "মধ্য রাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।"

২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন নুরুজ্জামান কাফি। বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলোতে হাস্যরসের মধ্য দিয়ে দেশের বিভিন্ন সংকট, অসংগতি, দুর্নীতি, ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসে।

সম্প্রতি, অমর একুশে বইমেলা-২০২৫-এ তার লেখা দুইটি বই প্রকাশিত হয়েছে। নিয়মিত মেলায় উপস্থিত থাকলেও কিছু আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

সম্প্রতি বইমেলায় এক বান্ধবীর হাত ধরার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন কাফি। বিষয়টি নিয়ে তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে দুঃখ প্রকাশ করেন।

ভিডিওতে তিনি বলেন, “আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যা পাচ্ছেন তাই নিয়ে সমালোচনা করছেন। একটা নাটকের ক্লিপ থেকে স্ক্রিনশট নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি, সেটা নিয়ে এত দূর আসার কথা না। তবুও আমি সরি বলেছি, এখনো বলছি। বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার