ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

বেতন বাড়ানোর সঙ্গে ঘুষের পরিমাণও বেড়ে গিয়েছে: নিলোফার মনি

প্রকাশিত: ২৩:৫৪, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩০, ২১ জানুয়ারি ২০২৫

বেতন বাড়ানোর সঙ্গে ঘুষের পরিমাণও বেড়ে গিয়েছে: নিলোফার মনি

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর পর ঘুষ নেওয়ার মাত্রা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য নিলোফার মনি। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, “বেতন বাড়ার আগে ঘুষের পরিমাণ ছিল ২ লাখ, ৫ লাখ, কিংবা ১০ লাখ। কিন্তু এখন বদলি, চাকরি, এবং নিয়োগের মতো ক্ষেত্রে ঘুষের পরিমাণ ৬০-৭০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে।”  


নিলোফার মনি জানান, সরকারি প্রশাসনে ব্যাপক লুটপাট এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। “দেশে সবচেয়ে বেশি সংস্কারের প্রয়োজন স্থানীয় সরকার ব্যবস্থায়। বদলি থেকে নিয়োগ—সবকিছুতেই বাণিজ্য চলছে,” তিনি বলেন।  

সরকারি বেতন বৃদ্ধির মাধ্যমে ঘুষের পরিমাণ কমানোর উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হলেও বাস্তবতা তার বিপরীত। “ভাবা হয়েছিল বেতন বাড়ালে ঘুষের প্রবণতা কমবে, কিন্তু বেতন বাড়ানোর পর তা আরও বেড়েছে,” উল্লেখ করেন নিলোফার মনি।  

 

  
তিনি আরও অভিযোগ করেন যে, চুক্তিভিত্তিক নিয়োগ কিংবা নিয়োগ স্থগিত রাখতে বড় অংকের ঘুষ লেনদেন হচ্ছে। “নিয়োগের প্রক্রিয়া স্থায়ী করতে এখন ১০০ কোটি টাকার ঘুষ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

আশিক

×