ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিএসএফের কার্যকলাপে গভীর উদ্বেগ

সীমান্তে উত্তেজনা এড়ানোর আহ্বান বাংলাদেশের

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:১৩, ১৩ জানুয়ারি ২০২৫

সীমান্তে উত্তেজনা এড়ানোর আহ্বান বাংলাদেশের

ছবি : সংগৃহীত

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে আজ (১২ জানুয়ারি) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৩টার দিকে মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের অননুমোদিত কার্যক্রম, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবং অপারেশনাল কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব বলেন, “এসব কার্যক্রম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনাকে ক্ষুণ্ন করছে। এই বিষয়গুলো আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে বলে আমরা আশা করি।”

 

সীমান্ত হত্যা নিয়ে কড়া বার্তা

সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর হতাশা ও তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, “বারবার অ-প্রাণঘাতী কৌশল অনুসরণের প্রতিশ্রুতি দিলেও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয়নি। ভারতীয় কর্তৃপক্ষকে এসব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

 

উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান

পররাষ্ট্রসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান, সীমান্তে যেন কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়া হয় যা উত্তেজনা বাড়াতে পারে। তিনি বলেন, “গঠনমূলক সংলাপ ও দ্বিপাক্ষিক চুক্তি অনুসরণ করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।”

বাংলাদেশ বিশ্বাস করে, সীমান্তের এই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

মো. মহিউদ্দিন

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার