ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কীসের ইঙ্গিত?

প্রকাশিত: ১৪:৩৬, ১০ জানুয়ারি ২০২৫

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কীসের ইঙ্গিত?

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ন পরিস্থিতি। এমন অবস্থায় বিএসএফ ও ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে নানারকম তথ্য। এসবে উঠে আসছে নানারকম ইঙ্গিত।

বাংলাদেশ-ভারতের সীমান্ত পুনরুদ্ধার নিয়ে আবারও মিথ্যা গুজব ছড়াতে মরিয়া উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। নিজেদের দুর্বলতা ঢাকতে পুনরুদ্ধারের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও, এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই, সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ প্রায় সবগুলো গণমাধ্যম।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দাবি করেছে, মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা এই অংশ তারা পুনরুদ্ধার করেছে। বিজিবি’র কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এক সাংবাদিক বৈঠকে এ দাবি করেন এবং জানান, ৪.৮ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ।

বিএসএফ এই দাবিকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে জানান, কোদলা নদীর এই জায়গা ভারতের ভূখণ্ড এবং তা নিয়ে কোনও বিতর্কের সুযোগ নেই।

কোদলা নদীর উৎস ভারতে এবং এটি দুই দেশের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যায়। নদীটি স্থানীয় কৃষি ও জল নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭৫ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী, এই অংশ ভারতীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত হলেও বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে।

বিএসএফ সতর্ক করে বলেছে, এমন খবর দুই দেশের সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা স্পষ্ট করেছে যে ভারতের এক ইঞ্চি জমিও দখলমুক্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

নাহিদা

×