ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বাংলাদেশিদের গন্তব্য এখন পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়া 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:২৬, ৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশিদের গন্তব্য এখন পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়া 

ভারতের হাসপাতাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক ও চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী সম্পর্ক রয়েছে। প্রতিবছর লাখো বাংলাদেশি চিকিৎসার জন্য যান ভারতে। বাংলাদেশের চাহিদার বিভিন্ন পণ্য আমদানি করতে হয় ভারত থেকে। কিন্তু বর্তমানে বেশিরভাগ বাংলাদেশিই ছুটছে ভিন্নদিকে। কিন্তু কেন? কি বা তার কারণ। ঘোরপাক খাচ্ছে নানা প্রশ্ন।

ভারতের অর্থনীতিতে চিকিৎসা, পর্যটন, বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান গুরুত্বপূর্ণ। প্রতিবছর প্রায় তিন-সাড়ে তিন লক্ষ বাংলাদেশি ভারতে যায় চিকিৎসার নিতে। যা ভারতের রাজস্ব খাতের ৫০-৬০ শতাংশ। এতে করে ভারতের হাসপাতালগুলো তাদের রাজস্ব খাতে প্রায় ২-৩ শতাংশ অবদান রাখে।

প্রতিবছর ভারত থেকে  ৫.৮৮ বিলিয়ন ডলার পণ্য আদানি করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশিদের এই চিরচেনা গন্তব্য প্রায় অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশিরা। বিকল্প হিসেবে বেছে নিচ্ছে পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে। চিকিৎসার জন্য বিকল্প হিসেবে বেছে নিচ্ছে  থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলো। দেশগুলোতে চিকিৎসার খরচ প্রায় কাছাকাছি হওয়া বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা।

কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছে, বাংলাদেশে সংখ্যালগুদের নির্যাতনের কারণে ভারত এতো নজরদারিতে রাখা হয়েছে। 

সম্প্রতি  প্রথমবারের মতো পাকিস্তানের একটি জাহাজ ভিড়েছে বাংলাদেশে। এদিকে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে চিনি আমদানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে সরাসরি চালু হচ্ছে ফ্লাইট ।

প্রসঙ্গ, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেন। তারপর থেকেই টানাপোড়ন বাড়তে থাকে দুদেশের মধ্যে। 


 

শহীদ

×