.
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাজুল ইসলাম শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা শহরের বঙ্গবন্ধু সড়ক ৬ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শহরের ম-লপাড়া এলাকায় সড়কের ওপর ট্রাক-কাভার্ডভ্যান এলোপাতাড়িভাবে রেখে অবরোধ শুরু করেন তারা। সড়ক অবরোধের কারণে শহরের প্রধান সড়কটিসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ সড়ক অবরোধের কথা স্বীকার করে বলেন, দুপুর ২টায় তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, শহরের নিতাইগঞ্জের গড়ে উঠা অবৈধ ট্রাকস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি হত্যা মামলায় মহানগর বিএনপির এক নেতার ইন্ধনে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শামীমের সমর্থকরা ট্রাকচালক, শ্রমিক ও বিএনপির নেতাকর্মীরা নগরীর ম-লপাড়া সেতুর ওপর ট্রাক-কাভার্ডভ্যান এলোপাতাড়ি রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা জানায়, গ্রেপ্তারকৃত শামীমকে মুক্তি না দিলে অবরোধ প্রত্যাহার করা হবে না। পুলিশ জানায়, দুপুর ২টায় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ট্রাকচালক সমিতির আহ্বায়ক সুজন মিয়া জানান, ট্রাক ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্তা করা ঠিক হয়নি। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ইন্ধনে বিএনপির একজন কর্মীকে এভাবে হেনস্তা করেছে। ২৪ ঘণ্টার মধ্যে টিপুকে বিএনপি থেকে বহিষ্কার না করা হলে হরতাল হুঁশিয়ারি ঘোষণা দেন তারা। তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ জানান, সকাল ১০টা থেকে শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ সুপার তাদেরকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। পরে দুপুর ২টায় শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।