ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

প্রকাশিত: ১৪:১২, ৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের নিরাপত্তা জোরদার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তার কার্যালয় ঘিরে তিন স্তরের নিরাপত্তাসহ আশপাশের এলাকায় সাদাপোশাকে পুলিশ-গোয়েন্দার নজরদারি চলছে।

আজ মঙ্গলবার সকালে নগরের পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশন ভবন এলাকায় চলাচলকারীদেরও পুলিশি তল্লাশী চলছে।

নগরের বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভিসার আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিকে তল্লাশি করেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তাদের আরও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও চলছে।

তিনি বলেন, ‘এসব স্থাপনায় হামলার কোন আশঙ্কা নেই

তানজিলা

×