মডেল ও অভিনেত্রী অনিলা তাবাসসুম হৃদি।
"আমি দেখতে অনেক সুন্দর, সেই সাথে আমি অনেক ভয়ানক, আমাকে কেউ টাচ করলে আমি তাকে ছিঁড়ে ফেলি" সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অনিলা তাবাসসুম হৃদি।
তিনি বলেন, তার আলাদা একটা জগৎ আছে, সেই জগৎ নিয়ে ব্যস্ত থাকেন।
নিজের বাচ্চাকে লালন- পালণ করেন, স্কুলে আনা নেওয়াও করেন।
তিনি আরও বলেন, তিনি ওয়ার্কআউট করেন, নিজের পরিবারকে সময় দেন এবং সেই সাথে বয়ফ্রেন্ডকেও সময় দেন।
নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কোন এক পর্যায়ে তার একাকিত্ব অনুভব হয় কি না! জানতে চাইলে তিনি বলেন, তিনি রিক্সায় উঠে বাসা ফেরার সময় তার একাকি ফিল হয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে তার বাচ্চা কোলে ঘুমিয়ে থাকে তাই তিনি অনেক শান্তি অনুভব করেন বলে জানান।
এক পর্যায়ে তার স্বামী নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তার স্বামী দুবছর আগেই মারা গেসেন, স্বামী থাকা অবস্থায়ও তার স্বামীর সঙ্গে খুব একটা বনিবনা ছিলোনা বলে জানা যায়।
তাই তিনি বলেন, তার বাচ্চার কাছে তিনিই তাদের মা এবং তিনি তাদের বাবা।
উল্লেখ্য, ২০১৬ সালে ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাস্টিকার প্রশাসক আদনান ইবনের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অনিলা তাবাসসুম হৃদি।
রিয়াদ