ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা জাবির সেই শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৯:৫৮, ১২ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:৫৯, ১২ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা জাবির সেই শিক্ষক বরখাস্ত

জাবি অধ্যাপক ফরিদ উদ্দিন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে সম্বোধন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে গত ৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে গ্রেফতার হওয়া অধ্যাপক ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব ড. এ বি এম আজিজুর রহমান।রবিবার (১০ নভেম্বর) বিকালে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ উদ্দিন শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ফরিদ উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তার বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নুরুল আলমকে প্রধান করে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। মামলায় হামলার সমর্থণ দেওয়ার অভিযোগে ফরিদ উদ্দিনকে ৭ নম্বর আসামি করা হয়েছিল।

নাহিদা

×