ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

সংবাদপত্রের আলোচিত খবর

৮ নভেম্বর ঢাকায় বিএনপির র‍্যালি

প্রকাশিত: ১৪:৪৯, ৫ নভেম্বর ২০২৪

৮ নভেম্বর ঢাকায় বিএনপির র‍্যালি

ফাইল ফটো

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ‘রেসিডেন্স কার্ড’ (স্থায়ীভাবে থাকার অনুমতি) রয়েছে বেলজিয়ামের। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক। সাবেক দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনাইদ আহ্‌মেদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা ‘গ্রিন কার্ড’ রয়েছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

 

প্রথম আলো

রাজধানীজুড়ে যানজট, অনেক রাস্তা বন্ধ

রাজধানীজুড়ে আজ মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়েছে। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও যানজটে স্থবির হয়ে আছে নগরীর বিভিন্ন সড়ক।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলন যোগ দিতে হাজার হাজার অংশগ্রহণকারী এসেছেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা ভরে গেছে আলেম–ওলামাদের ভিড়ে।

সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলন স্থলের দিকে যেতে দেখা গেছে। মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়। এতে করে মেট্রোরেলে বাড়তি চাপ পড়ে।

 

কালের কণ্ঠ

অর্থনীতিতে কিছুটা বিশৃঙ্খলা অস্বস্তি রাজনীতিতে

ম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের আজ তিন মাস পূর্ণ হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছাড়ার পর শুরু হয় গণতন্ত্রের পথে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যাত্রার প্রত্যাশা নিয়ে নতুন এক অধ্যায়।

৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বয়সও তিন মাস পূর্ণ হওয়ার পথে। এই তিন মাস মূল্যায়নে অর্থনীতিবিদরা বলছেন, ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে খানিকটা শৃঙ্খলা ফিরেছে।

 

কালবেলা

আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল, জানালেন হাছান 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্প্রতি একটি সাক্ষাতকার দিয়েছেন তিনি। যেখানে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল সে বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের এই নেতা।

হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল।

তিনি বলেন, বিএনপি অবশ্যই সব সময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এ জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা একোমডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি।

 

দেশ রুপান্তর

২৩৫ বছরের ইতিহাস ভাঙতে পারবেন কমলা?

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। ১৭৯৮ সালের মার্কিন মসনদে বসেন তিনি। তবে এরপর থেকে অনেক প্রেসিডেন্ট এসেছেন দেশটিতে, কিন্তু ২৩৫ বছরের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট পায়নি যুক্তরাষ্ট্র।

২০১৬ সালের নির্বাচনে বিচক্ষণ রাজনীতিক ডেমোক্রেটিক হিলারি ক্লিনটন হেরেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবারও সেই ট্রাম্পকেই টেক্কা দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সবার মনে একটাই প্রশ্ন কমলা কি পারবেন ২৩৫ বছরের ইতিহাস ভাঙতে? তিনি কি পারবেন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে?

 

যুগান্তর

এস আলমের সম্পদ নিলামের উদ্যোগ জনতা ব্যাংকের

এস আলম গ্রুপের কাছে আটকে থাকা খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকারি খাতের জনতা ব্যাংক। ব্যাংকটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের বন্ধকি সম্পদ নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে জনতা ব্যাংক সোমবার গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

 ইত্তেফাক

 মার্কিন নির্বাচনের আগে উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা

কয়েকদিন আগেই আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। দেশটি এবার কম দূরত্বের প্রচুর মিসাইল ছুড়েছে। খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নতুন আইসিবিএম মিসাইল যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা দেশটি পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারবে না। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এসব মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, এই মিসাইল পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

সমকাল

৮ নভেম্বর ঢাকায় বিএনপির র‍্যালি

৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

কর্মসূচির মধ্যে ৬ নভেম্বর আলোচনা সভা, ৭ নভেম্বর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ৮ নভেম্বর জাতীয় র‍্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

 

বণিক বার্তা

চাল আমদানি শূন্য, কমেছে গমও

দেশের প্রধান খাদ্যশস্য চাল, দ্বিতীয় গম। বিভিন্ন দেশ থেকে আগে চাল আমদানি হলেও এখন তা শূন্যের কোটায় নেমেছে। তবে বর্তমান পরিস্থিতিতে মজুদ বাড়ানোর পাশাপাশি দাম সহনীয় রাখতে শুল্ক কমিয়ে আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর পরও দেশের প্রধান খাদ্যশস্যটি আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরা। ডলার সংকটের কারণে ঋণপত্র (এলসি) জটিলতায় কমছে গম আমদানিও। বাজারে তাই খাদ্যপণ্য দুটির দাম ঊর্ধ্বমুখী।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট গম আমদানি হয়েছিল ৬৬ লাখ ২৮ হাজার ৫৮০ টন। এর মধ্যে সরকারি পর্যায়ে আসে ৭ লাখ ৮৪ হাজার ২৮০ টন ও বেসরকারি পর্যায়ে ৫৮ লাখ ৪৪ হাজার ৩০০ টন। চলতি অর্থবছরে গত ৩ নভেম্বর পর্যন্ত আমদানি হয়েছে কেবল ১৭ লাখ ৪৮ হাজার টনের মতো। সরকারি পর্যায়ে এ চার মাসে বিশ্ববাজার থেকে গম আনা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৮০ টন, আর বেসরকারি পর্যায়ে ১৫ লাখ ২ হাজার ৫০০ টন। অন্যদিকে এ সময়ে কোনো চালই আমদানি করা হয়নি।

এছাড়া সংস্কার বিষয়ে কমিশনপ্রধানরা প্রধান উপদেষ্টাকে জানালেন; এবার ৩১ দফা নিয়ে জোরালোভাবে জনগণের কাছে যাবে বিএনপি; সেমিনারে ড. কামাল যেনতেনভাবে সংবিধানে হাত দেওয়া যাবে না; বেক্সিমকো-এস আলমসহ ১০ শিল্পগ্রুপে বসছে রিসিভার; এসিআই মোটরস-পিডি মিলেমিশে সর্বনাশ; বাড়তি দামে কয়লা ক্রয় অতিরিক্ত খরচ ৯১৬ কোটি ৪৪ লাখ টাকা; ৭ কলেজের অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচি; পিলখানা হত্যাকাণ্ডের পুনর্তদন্ত হবে; ঢাবি ক্যাম্পাসে হাসিনা-কাদেরের প্রতীকী ফাঁসি—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

 

শিহাব উদ্দিন

×