ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: ০৯:৪৮, ২ অক্টোবর ২০২৪; আপডেট: ০৯:৪৪, ৩ অক্টোবর ২০২৪

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার

নজরুল ইসলাম মজুমদার।

নাসা গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এম হাসান

×