ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৯, ১৫ আগস্ট ২০২৪

আন্তঃনগর ট্রেন চলাচল শুরু আজ

আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন সার্ভিস

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন সার্ভিস। তবে তিনটি আন্তঃনগর ট্রেন আপাতত বন্ধ থাকবে। এগুলো ঢাকা-সিলেট রুটের ‘পারাবত এক্সপ্রেস’, ঢাকা-জামালপুর রুটের ‘জামালপুর এক্সপ্রেস’ ও ঢাকা-সিরাজগঞ্জ রুটের ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন। এছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন তিনটিও আপাতত বন্ধ থাকবে। বাকি সব ট্রেন যথাসময়ে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাবে বলে রেলওয়ের সূত্র জানায়।
এ বিষয়ে কমলাপুর স্টেশন মাস্টার মোঃ আনোয়ার হোসেন জনকণ্ঠকে বলেন, বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন সার্ভিস চলাচল শুরু হবে। এদিন ঢাকা থেকে মোট ৩৭ জোড়া ট্রেন চলাচল করবে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তিনটি চলাচল করবে না। ট্রেন চলাচলের জন্য স্টেশনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করবে বলে জানান তিনি। রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলে মোট ১২৮টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রয়েছে। এসব ট্রেন দিয়ে প্রতিদিন  ৩০ হাজারের বেশি যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে স্বল্প দূরত্বে চলাচল করে লোকাল, মেল ও কমিউটার ট্রেন সার্ভিস, যা গত মঙ্গলবার থেকে চালু হয়েছে। তাই আন্তঃনগর ও মেল ট্রেন মিলিয়ে সর্বমোট ৩৬৬টি ট্রেন রয়েছে রেলওয়ে বহরে। তাই সব ট্রেন মিলে দুই থেকে আড়াই লাখ যাত্রী চলাচল করে ট্রেন সার্ভিসে। 
কোটাবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলায় রেলপথ অবরোধ, অগ্নিসংযোগ ও দেশের বিভিন্ন স্থানে রেলস্টেশন ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া সহিংসতা নিয়ন্ত্রণে ১৯ জুলাই মধ্যরাত থেকে সারাদেশে কার্ফু জারি করে সরকার। তাই গত ১৮ জুলাই থেকে সারাদেশের আন্তঃনগর রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৩১ জুলাই স্বল্প দূরত্বের ট্রেন সার্ভিস চালু করা হয়। কিন্তু গত ৪ আগস্ট আবার অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। তাই দীর্ঘ ২৭ দিন পর আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন সার্ভিস।

এ বিষয়ে রেলওয়ে মহাপরিচালক সরদার সাহদাত আলী জনকণ্ঠকে বলেন, মঙ্গলবার থেকে সারাদেশে লোকাল, মেল ও কমিউটার ট্রেন সার্ভিস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। কিন্তু বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা তিন রুটের আন্তর্জাতিক ট্রেন সার্ভিস আপাতত বন্ধ থাকবে। এক্ষেত্রে দুই দেশ সম্মত হলে পুনরায় আন্তর্জাতিক ট্রেন সার্ভিস চালু হবে বলে জানান তিনি।

×