ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

রাজধানীজুড়ে বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তি

প্রকাশিত: ১৭:৪৩, ১৩ জুন ২০২৪; আপডেট: ১৭:৫০, ১৩ জুন ২০২৪

রাজধানীজুড়ে বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তি

বৃষ্টি

সারাদেশে কয়েকদিন ধরেই চলছে তীব্র গরম। এতে জনজীবন অতিষ্ট। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি পড়ছে। সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে ভ্যাপসা গরম কমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে  ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল পৌনে ৫টার দিকে বৃষ্টি নামে। 

বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও তাৎক্ষণিক ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী ও ফুটপাতের দোকানিদে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। তারা জানান, বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় সড়ক। কিছুক্ষণ পরই বৃষ্টি পড়তে শুরু করে। আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান তারা। আবার কাউকে কাউকে আশপাশের ছাউনি ও দোকানের ভেতর প্রবেশ করতে দেখা যায়।
 
এদিকে ঈদের আগে শেষ কর্মদিবস থাকায় বিকেলে মহাখালি বাস টার্মিনালে ভিড় করতে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। রাজধানীর তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ বৃষ্টিতে  স্বস্তির বদলে বিপাকে পড়েন যাত্রীরা। 

 

শহিদ

×