
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া ও নাজমুল
আটটি মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিয়া (২৯) মিয়াসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন)। রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার অন্য জন হলো- মোঃ নাজমুল ওরফে নাজু।
১ এপিবিএন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, এএসপি মোঃ মতিউর রহমানের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। অভিযানের সময় আরিফ হোসেন নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে হেরোইন সহ অন্যান্য মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার মোহাম্মদপুর থানায় মামলা রুজুপূর্বক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফজলু