ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইসির দিক নির্দেশনায় কাজ করছে পুলিশ

প্রকাশিত: ১৭:২৭, ৫ ডিসেম্বর ২০২৩

ইসির দিক নির্দেশনায় কাজ করছে পুলিশ

ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তালিকাভুক্ত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে হারুন বলেন, ‘সাধারণ মানুষের জীবনযাপনে যাতে কোনো বাধা না আসে সে জন্য কাজ করছে পুলিশ। হরতাল আর অবরোধের নামে যারা চোরাগোপ্তা হামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে, পুলিশ নিরাপত্তা দিতে পারছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সাধারণ মানুষের ওপর প্রভাব পরেনি।’

এদিকে আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি না দেওয়া নিয়ে পুলিশের হাত নেই বলে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন। মঙ্গলবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ড. খন্দকার মহিদ উদ্দিন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সমাবেশ করতে অনুমতি দেয়নি। এখানে পুলিশের এখতিয়ার নেই। পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। তাদের নির্দেশনা মতোই অনুমতি দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নিবে ডিএমপি।’

 

এস

×