ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আজ থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১৩:৪৯, ১ ডিসেম্বর ২০২৩

আজ থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই

নির্বাচন কমিশন

জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হবে। যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, এদিন বিকেল ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের জন্য ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে শুক্রবার (১ ডিসেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই-বাছাই করবেন। তবে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এদিকে দেশে ইসি নিবন্ধিত দল রয়েছে ৪৪টি। ইসির তথ্যমতে, নিবন্ধিত দলগুলোর মধ্যে ৩০টি নির্বাচনে অংশগ্রহণ করছে। যদিও এর আগে অন্তত ২৬টি দল ইসিতে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছিল। 

 
নির্বাচনে আসছে না নিবন্ধিত যে-সব দল

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের থাকা বিএনপি, এলডিপি, খেলাফত মজলিস, সিপিবি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল -বাংলাদেশ জাসদ, জেএসডি (রব), বাসদ, বিজেপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফোরাম এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ (গাভী) এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।

এস

×