
কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য তৈরি শিশু পার্কটি খুলে দেয়া হয়েছে।
রাজধানীর কাওলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য তৈরি শিশু পার্কটি খুলে দেয়া হয়েছে।
সোমবার কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ পার্কটির শুভ উদ্বোধন করেন।
এ সময় কয়েক শত শিশু কিশোর পার্কের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অত্যাধুনিক ও বৈচিত্র্যময় পার্কটির উদ্বোধনের সময় এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শিশুদের সঙ্গে নিয়ে কয়েকটি দোলনা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে সচেতন করেন।
কাওলা আবাসিক এলাকায় এ পার্কটির যাতে পবিত্র , সৌন্দর্য ও পরিবেশ সব সময় শিশূদের উপযোগী থাকে সে বিষয়ে সবাইকে অনুরোধ করেন।
আগত শিশুরা পার্কটির জন্য বেবিচক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধন্যবাদ জানায়। পার্কটিতে রয়েছে শিশুদের জন্য বিশেষ বাহন, দোলনা, খেলনা, ও বাস্কেট কোর্ট। এক পাশে রয়েছে একটি ফুড কর্ণার।
আজাদ সুলায়মান