ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ভূমিকম্প

প্রকাশিত: ২০:৫৮, ১৪ আগস্ট ২০২৩; আপডেট: ২২:০৩, ১৪ আগস্ট ২০২৩

রাজধানীতে ভূমিকম্প

ভূমিকম্প

 মাঝারি মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনও কেঁপে উঠেছে। 

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, সোমবার সন্ধ্যা ৮টা ১৯ মিনিটে মেঘালয়ে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আসামের করিমগঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

বাংলাদেশ, ভারত ছাড়াও ভুটান এবং চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

 

এস

×