ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

প্লাস্টিক বোতলে ভাস্কর্য!

এএনআই অবলম্বনে

প্রকাশিত: ২৩:০১, ৫ জুন ২০২৩

প্লাস্টিক বোতলে ভাস্কর্য!

কচ্ছপের বালু ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এক আশ্চর্য বালি ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন পট্টনায়েক নামের এক শিল্পী। ভারতের ওড়িশায় পুরীর সমুদ্র সৈকতে ২৩২০টি প্লাস্টিকের বোতল দিয়ে কচ্ছপের বালু ভাস্কর্য তৈরি করেছেন সুদর্শন। ‘প্লাস্টিক দূষণকে হারান’ এই স্লোগান নিয়ে ভাস্কর্যটি তৈরি করেন সুদর্শন। বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে এটি বেশ প্রশংসিত হয়েছে। শিল্পকর্মটি কেবল তার শৈল্পিক দক্ষতাই প্রদর্শন করে না বরং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে একটি শক্তিশালী বার্তাও প্রেরণ করে। সদর্শন ওই ভাস্কর্যের একটি ছবি নিজের টুইটার একাউন্টে শেয়ার করেছেন। 
টুইটারে শেয়ারের মাত্র কয়েক ঘণ্টা পর হাজারও মানুষ তার এই অপরূপ স্যান্ড আর্টটি দেখেছেন। অনেকেই প্রতিক্রিয়ায় শিল্পীর প্রতিভার তারিফ করেছেন। একজন ইউজার লিখেছেন, ‘বাহ! মহান স্যার, আপনি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা!’ আরেকজন যোগ করেছেন, ‘অসাধারণ বার্তাসহ দুর্দান্ত শিল্প।’ -এএনআই অবলম্বনে

×