প্রতীকী ছবি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দুই পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন অর্থ বিভাগের উপসচিব এ এইচ এম জামেরী হাসান ও বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক রূপালী মণ্ডল।
বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
পৃথক ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট কার্যালয়ে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এমএম