
কুশপুত্তলিকা দাহ
রাজধানীর শাহবাগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সংবাদ প্রকাশের জেরে কুশপুত্তলিকা দাহ করা হয়।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর শাহবাগে মোড়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ পরবর্তী কুশপুত্তলিকা দাহ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরকারকে বেকায়দায় ফেলতে এমন অপপ্রচার চালাচ্ছে পত্রিকাটি।
এছাড়া শিগগিরই প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। একই সঙ্গে প্রথম আলোর নিবন্ধন বাতিলসহ হলুদ সাংবাদিকতা নিপাত যাক স্লোগান দিতেও শোনা যায় তাদের।
টিএস