ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচনার জন্য আরও ৮ দলকে ইসির চিঠি

প্রকাশিত: ২২:২৫, ৩০ মার্চ ২০২৩

আলোচনার জন্য আরও ৮ দলকে ইসির চিঠি

ফাইল ছবি।

বিএনপির ধারাবাহিকতায় সংলাপ না করা বাকি ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ মার্চ) এই দলগুলোকে অনানুষ্ঠানিক চিঠি (ডিও) পাঠানো হয়। 

আলোচনার জন্য ইসির চিঠি পাঠানো দলগুলো হলো,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ৮টি রাজনৈতিক দলকে অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বার্তা বাহকের মাধ্যমে দলগুলোকে চিঠি পাঠানো হয়েছে। এসব দলগুলো আগের সংলাপে (গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত) অংশ নেয়নি।

এমএম

×