ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ২১:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব

বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে শুভেচ্ছা জানানো হচ্ছে। 

ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। 

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) বুধবার ফরেন অফিস কনসালটেশন-এফওসি বৈঠকে যোগ দেবেন। এছাড়াও আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লীতে এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার ঢাকায় এফওসি বৈঠক হচ্ছে।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সচিব ১৫-১৬ ফেব্রুয়ারি  ঢাকা সফর করবেন। সফরকালে বৈঠকে উভয় পররাষ্ট্র সচিব রাজনৈতিক ও নিরাপত্তা, পানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করবেন। পররাষ্ট্র সচিবের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে  বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও গতি দেবে।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। আগামী মার্চে জি-২০ এর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার