ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জুলাইয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল

প্রকাশিত: ১৬:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৩

জুলাইয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল

মেট্রোরেল

চলতি বছরের আগামী জুলাই মাস থেকে ভোর হতে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা আগেও বলেছিলাম পর্যায়ক্রমে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবো। পৃথিবীর সব মেট্রোরেল কিন্তু এভাবেই শুরু হয়। আমরাও এটা অনুসরণ করে মেট্রোরেল পরিচালনা করছি।

এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। 

এর আগে গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়। প্রথমদিকে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করে। পরে সাকল সাড়ে  ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করা হয়।

মেট্রোরেলে মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।  

এমএইচ

×