ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি 

প্রকাশিত: ১১:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি 

বিএনপি 

পূর্ব ঘোষিত আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তুরস্ক ও সিরিয়ায় মানুষের প্রতি সমবেদনা জানিয়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণ-পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই কর্মসূচির পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। 

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশেও আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। 

এর আগে গত সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এর ১২ ঘণ্টা পর ফের ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে আট হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় দুই হাজার ৫৩০ জন।

সর্বশেষ খবর পর্যন্ত ভূমিকম্পের এই ঘটনায় ১৫ হাজরের অধিক মানুষ মারা গেছে। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়া দুই হাজার ৯৯২ জন। 

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: