ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

প্রকাশিত: ১৭:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৭:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় এই শোক পালন করা হবে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে
বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে গত সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এর ১২ ঘণ্টা পর ফের ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কে আট হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় দুই হাজার ৫৩০ জন।

ভূমিকম্পে প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দেশ থেকেও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে দেশটিতে।  

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×