ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

‘মন ভালো করা মেলা আয়োজন’ নিয়ে বাণিজ্যমেলায় পোলার

-

প্রকাশিত: ০১:৩২, ৩১ জানুয়ারি ২০২৩

‘মন ভালো করা মেলা আয়োজন’ নিয়ে বাণিজ্যমেলায় পোলার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়

মন ভালো করা সব আয়োজন নিয়ে পোলার আইসক্রিম এবারও পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে। ২০১৬ স্কয়ার ফিটের প্যাভিলিয়নের বিশাল দেওয়ালে ঝোলানো বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খাওয়ার ছবিগুলো দেখলেই নিশ্চিতভাবে প্রতিটি দর্শনার্থীর লোভ জাগবে। নিজের পছন্দের ফ্লেভারের আইসক্রিমটি শুধু বেছে নিতে হবে; আর এক্সপেরিয়েন্স করার সবচেয়ে আনন্দময় পরিবেশ তো তৈরি করা আছেই! সবার জন্য উন্মুক্ত বিভিন্ন ডিজিটাল গেইমসের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা থাকছে এ প্যাভিলিয়নে।

ব্যাপারটাকে আরও এক্সাইটিং করে তুলতে রাখা হয়েছে কিছু শর্ত। সেগুলোর সাপেক্ষে অংশগ্রহণ করে যে কেউ জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। এ ছাড়া থাকছে ৩৬০ ডিগ্রি ক্যাম ভিডিওতে বরফে আচ্ছাদিত দুনিয়ার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা পাওয়ার সুযোগ। আর আইসক্রিম কিনলেই ফ্যান্টাসি কিংডমে ফ্রি এন্ট্রিসহ বিনামূল্যে বিভিন্ন রাইড উপভোগের সম্ভাবনা।

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: