ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

কর্মস্থল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

মেডিকেল রিপোর্টার

প্রকাশিত: ১৯:০৫, ৩০ জানুয়ারি ২০২৩

কর্মস্থল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

খিলগাঁও ফ্লাইওভার

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় মহসিন রেজা (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। বর্তমানে খিলগাঁও গোড়ানে এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন।

নয়া পল্টনে মিড নাইট সান-৩ নামে একটি চাইনিজ রেন্টুরেন্টে সিনিয়র গ্রুপ ক্যাপ্টেন হিসেবে চাকরি করতেন মহসিন। তার সহকর্মী জহিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে নিজের বাইসাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন মহসিন। এরপর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা। পরবর্তীতে হাসপাতালের বিছানায় তাকে দেখতে পান।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ হক ভুইয়া জানান, শনিবার রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলের ড্রাম বনহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। 

খবর পেয়ে পুলিশই তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা