ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সহযোগিতা করলে সম্মান, ষড়যন্ত্র হলে প্রতিবাদ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৫:০৪, ১৮ ডিসেম্বর ২০২২

সহযোগিতা করলে সম্মান, ষড়যন্ত্র হলে প্রতিবাদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সহযোগিতা করলে যেমন সম্মান, আবার ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবসের বিশেষ আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

শেখ হাসিনা বলেন, একাত্তরে মার্কিন সরকার পাকিস্তানের পক্ষে থাকলেও তাদের জনগণ আমাদের পক্ষে ছিল। আমাদের সহযোগিতা করেছে। আমরা পরে তাদের সম্মানিত করেছি। আমাদের সহযোগিতা করলে যেমন সম্মান জানাই, আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি।

তিনি বলেন, যারা মনে করে, বাঁশিতে ফু দিল আর দেশে স্বাধীন হয়ে গেলো। এদের আসলে ভূগোল ও ইতিহাসের জ্ঞান আছে কি না সন্দেহ আছে। একটা সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। একটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল জাতির পিতার নেতৃত্বে। এ বাংলাদেশকে নিয়ে জাতির পিতার যে স্বপ্ন ছিল- কীভাবে দেশটা সাজাবেন, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করবেন, এ জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
 

এমএম

×