ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সমাবেশে এসে এক যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১৮:১০, ১১ নভেম্বর ২০২২

সমাবেশে এসে এক যুবলীগ নেতার মৃত্যু

যুবলীগের মহাসমাবেশ

রাজধানীতে যুবলীগের সমাবেশে এসে রাজশাহী জেলা মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি জিন্নাত আলী হারুন (৪৫) অসুস্থ হয়ে মারা গেছেন। 

এদিকে, অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২)।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাবি মোহসিন হলে তারা দুজন অসুস্থ হয়ে পড়েন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ১২টার দিকে হারুনকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, তারা রাজশাহী থেকে যুবলীগের সমাবেশে যোগ দিতে আজ ভোরে ঢাকায় অসেন। ঢাবি এলাকাতেই ছিলেন। দোলন ও হারুন এক সঙ্গেই ছিলেন। জানতে পারি মোহসিন হলের মাঠে তারা দুজন অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের ঢামেকে  নিয়ে আসলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আর দোলন অসুস্থ হয়ে  সিসিইউতে ভর্তি আছেন।

তিনি আরও জানান, রাজশাহী জেলা মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলেন মৃত জিন্নাত আলী হারুন। আর মোতালেব হোসেন দোলন মোহনপুর উপজেলার যুবলীগের সহ-সভাপতি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলামিন জানান, যুবলীগের সমাবেশে যোগ দিতে রাজশাহী থেকে এসেছিলেন তারা। মোহসিন হলের মাঠে হারুন ও দোলন নামে দুজন অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে হারুন নামে একজন মারা যায়। অসুস্থ দোলন হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি আছেন।

এমএইচ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার