ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মন্ত্রিসভা কমিটিতে ১৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

৫৫ লাখ লিটার সয়াবিন আট হাজার টন ডাল কেনা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫২, ৩ নভেম্বর ২০২২

৫৫ লাখ লিটার সয়াবিন আট হাজার টন ডাল কেনা হচ্ছে

৫৫ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার

কোটি পরিবারকে ভর্তুকি মূল্যের খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির জন্য আরও সয়াবিন তেলে ও ডাল কেনা হচ্ছে। প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয়ে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে ৮৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকার তেল ও ৬৮ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ২০০ টাকার মসুর ডাল কেনা হবে।

এছাড়া বিভাগীয় শহর রংপুরে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ মোট ১৭টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৯২৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৫৭৯ টাকা। বৃহস্পতিবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব। তিনি বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১৭টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ৮৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। প্রতিকেজি সয়াবিনের দাম পড়বে ১৬২ দশমিক ৯৪ টাকা। যা আগে ছিল ১৭১ দশমিক ৮৫ টাকা। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৮ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

প্রতিকেজি ৮৫ দশমিক ৯৯ টাকা। আর প্রতি টনের দাম ৮৫৯ ডলার। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন প্রকল্পের আওতায় পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রের সব প্রক্রিয়া শেষে সর্বনি¤œœ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পে ব্যয় হবে ১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ১০৯ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার টন রক ফসফেট আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মে. টন রক ফসফেটের দাম ৩৩৪.৭৭ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ৮৩ লাখ ৬৯ হাজার ২৫০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশী মুদ্র্রায় ৮৮ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৫৫ টাকা।

×