ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আগামী ১২ অক্টোবর ফজলে রাব্বী মিয়ার আসনে ভোট

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ আগস্ট ২০২২; আপডেট: ১৮:৫৬, ২৩ আগস্ট ২০২২

আগামী ১২ অক্টোবর ফজলে রাব্বী মিয়ার আসনে ভোট

উপনির্বাচন 

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন সভায় এ আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়। সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

নির্বাচন ভবনের সভাকক্ষে বিকেল ৩টায় ষষ্ঠতম কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব বলেন, মনোনয়নপ্রত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১২ অক্টোবর।  

গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম প্রয়াত ডেপুটি স্পিকারের আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়- জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে। সংসদ সচিবালযের আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। তার ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতির কাজও শুরু করেছে সংস্থাটি।

আরো পড়ুন  

×