ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতু!

এনডিটিভি

প্রকাশিত: ০০:৩৩, ১৬ আগস্ট ২০২২

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতু!

রেল সেতু

জম্মু ও কাশ্মীরে পাহাড়ের দুই অংশকে মিলিয়ে দিল রেল সেতুএর ফলে কমে গেল কয়েক কিলোমিটার পথসোমবার ভারতের স্বাধীনতা দিবসের আগে উদ্বোধন করা হয়েছে এ সেতুউচ্চতার দিক থেকে বিচার করলে এই চেনাব সেতু বিশ্বের সর্বোচ্চ রেল সেতুচেনার নদীর দুই প্রান্তকে যোগ করেছে একটি মাত্র আর্চঅত্যন্ত জটিল এই কাঠামো তৈরি হয়েছে রেলের ইঞ্জিনিয়ারদের নিরলস প্রচেষ্টায়

এ নিয়ে কোঙ্কন রেলের এমডি সঞ্জয় গুপ্তা বলেন, পুরো যাত্রাটাই ছিল এক বিশাল চ্যালেঞ্জআমাদের ইঞ্জিনিয়ারদের বিরাট সাফল্য এটাএটিই দুনিয়ার সর্বোচ্চ রেল সেতুসেতুটির নির্মাতা সংস্থা অয়াফকনসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিরিধর রাজগোপালন বলেন, গত বছর যখন আমরা সেতুর আর্চ শেষ করলাম তখন অনেকটাই নিশ্চিন্ত লাগছিলকোন সমস্যা হয়নিবুঝতে পেরেছিলাম এই প্রজেক্ট শেষ করতে পারবভৌগোলিক অবস্থান, বিপদসঙ্কুল নির্মাণ ও প্রতিকূল আবহাওয়াকে সঙ্গে নিয়েই তৈরি হয়েছে এই সেতু

সেতুটি উচ্চতায় প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচুসেতুটির নির্মাতা সংস্থা অয়াফকনস চেনাব সেতু ছাড়াও জম্মু ও কাশ্মীরের পাহাড়ী এলাকায় আরও ১১টি সেতু তৈরি করছেউধমপুর-শ্রীনগ-বারামুলা রেল পথেই ওই ১১ সেতু তৈরি হচ্ছেওই রেল পথের জন্য খরচ ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকানদীর জলতল থেকে ৩৫৯ মিটার ওপরে অবস্থান সেতুরইঞ্জিনিয়ারদের মতে, সেতুর আয়ু ১২০ বছর এবং এর ওপর দিয়ে সর্বাধিক ১০০ কিমি বেগে ট্রেন চলাচল করতে পারবে। -এনডিটিভি

×