ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণ নির্মাতাদের চমকে ধরা দিয়েছে সোনালি অতীত

হাওয়া ও পরানের টানে দর্শক ফিরেছেন প্রেক্ষাগৃহে

মনোয়ার হোসেন

প্রকাশিত: ২২:৪৬, ১২ আগস্ট ২০২২

হাওয়া ও পরানের টানে দর্শক ফিরেছেন প্রেক্ষাগৃহে

সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করা হাওয়া ও পরান ছবির পোস্টার

হঠা করে যেন বদলে গেছে গল্পটাপাল্টে গেছে দর্শকখরায় ভুগতে থাকা ঢাকাই ছবির চেহারাগল্পহীনতার অবসান ঘটিয়ে তরুণ নির্মাতাদের নতুন ভাবনার নির্মাণশৈলীতে উদ্দীপ্ত হয়েছে চলচ্চিত্রশিল্পসেই সুবাদে ঢালিউড ফিল্মে বইছে সুবাতাসজুলাই মাসে সিনেমা দেখতে আসা সিনেমাপ্রেমীদের ঢেউ আছড়ে পড়ে প্রেক্ষাগৃহেপাল্টে যাওয়া বাস্তবতায় লাইন ধরে টিকেট কেটে সিনেমা দেখছে দর্শকবিক্রি হয়ে যাচ্ছে আগাম টিকেটএমনকি সিনেমাপ্রেমীদের চাহিদার জোয়ারে পুনরায় প্রেক্ষাগৃহে বেড়েছে ব্ল্যাকারদের আনাগোনাজেলেদের জীবনকাহিনীর সঙ্গে রহস্যময় কালাজাদুর মিশেল ঘটিয়ে হাওয়া নামের ছবি দিয়ে দর্শক মজিয়েছেন মেজবাউর রহমান সুমনএই ছবিতে চঞ্চল চৌধুরী ও নাফিজা তুষিসহ অধিকাংশ শিল্পীর কুশলী অভিনয় দাগ কেটেছে দর্শক হৃদয়েঅন্যদিকে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকা-ের সমান্তরালে নয়ন বন্ড ও মিন্নিকে ঘিরে ত্রিমুখী প্রেমের ঘটনার নির্যাসে নির্মিত পরাণ নামের সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছেন রায়হান রাফিএই ছবিতে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের পাশাপাশি নাসির উদ্দিনসহ অন্য শিল্পীদের অভিনয় ভাল লেগেছে দর্শকেরএই দুই ছবির দুই তরুণ নির্মাতা ছবির নির্মাণশৈলীতে রেখেছেন স্বকীয়তার স্বাক্ষরবাণিজ্যিক ছবির প্রচলিত ফরমেটকে ভাংচুর করে নিজস্ব ভাষা ও ভঙ্গির প্রকাশ ঘটেছে তাদের সিনেমায়জমাটবাধা গল্পের ছবি দিয়ে হলবিমুখ দর্শককে ফিরিয়ে এনেছেন প্রেক্ষাগৃহেআশার আলো ছড়িয়ে দিয়েছেন ধুঁকতে থাকা বাণিজ্যিক চলচ্চিত্রেফলশ্রুতিতে জ্যেষ্ঠ নির্মাতারাও সাধুবাদ জানাচ্ছেন এই দুই তরুণ নির্মাতার প্রয়াসকে

অন্যদিকে এ্যাকশন থ্রিলারধর্মী দিন দ্য ডে নামের শত কোটি টাকা বাজেটের দাবিকৃত ছবি দিয়েও দর্শককে হলমুখী করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন ছবিটির প্রযোজক কাম চিত্রনায়ক অনন্ত জলিলএই বাস্তবতায় প্রেক্ষাগৃহে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে হতাশ হওয়া হল মালিকরা নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাসনতুন করে খুঁজে পাচ্ছেন আশার আলোতারা বলছেন, প্রতিমাসে এমন বাণিজ্য সফল দুটি ছবি পেলেই পুনরায় ঘুরে দাঁড়াবে ঢাকাই সিনেমাএমনটা হলে বলিউড কিংবা বিদেশী ছবির পরিবর্তে দেশের ছবির ওপর নির্ভর করেই চলবে সিনেমা হলবাঁচবে প্রেক্ষাগৃহ, পুনরুজ্জীবিত হবে চলচ্চিত্রশিল্পসেই নমুনা রেখে তিনটি ছবিই এখন ছড়িয়ে গেছে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহেতবে তুলনামূলক বিচারে বর্তমানে দর্শকচাহিদার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাওয়া ও পরাণএমনকি স্থায়ী হলগুলোর পাশাপাশি মৌসুমি হলগুলোও খুলে গেছে এই তিন ছবিকে কেন্দ্র করে

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, হাওয়া ও পরাণ ছবির মাধ্যমে প্রমাণিত হয়েছে ভাল সিনেমার জন্য মুখিয়ে থাকে দর্শকভাল ছবির সন্ধান না পেয়ে তারা হলে যাওয়া থেকে বিরত থাকেবাধ্য হয়ে দেশ-বিদেশের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে কিংবা বা হলে গিয়ে বিদেশী ছবি দেখে বিনোদনের পিপাসা মেটানকিন্তু দেশী ছবিতে গল্পের নতুনত্ব ও উকৃষ্ট নির্মাণশৈলীর খোঁজ পেলে তারা ঠিকই হলে ফিরে যানপরিবার নিয়ে হই-হুল্লোড় করে ছবি দেখে কাটিয়ে দিচ্ছেন সুন্দরতম সময়আর সময়োপযোগী গল্পের আশ্রয়ে নিজস্ব ভাষায় ছবি নির্মাণ করে সেই কাজটিই করেছেন মেজবাউর রহমান সুমন ও রায়হান রাফির মতো নির্মাতারাতারা দেখিয়ে দিয়েছেন, কেমন করে দর্শককে হলে টানতে হয়কেমন করে সময়কে ধারণ করে বলতে হয় নতুন গল্পকেমন করে বাজেটের ভাবনাকে পাশ কাটিয়ে নির্মাণের গুণে মন্ত্রমুগ্ধ করে রাখা যায় সিনেমাপ্রেমীদেরউল্টোপিঠে ঢাকাই ছবিতে একচেটিয়া আধিপত্যবিস্তারী শাকিব খানকে ছাড়াও সুপারহিট হয় সিনেমাচঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, বিদ্যা সিনহা মিম, নাসির উদ্দীনসহ একঝাঁক কুশলী শিল্পী সিনেমার গল্পকে করে তোলেন প্রাণবন্ততাদের অনবদ্য অভিনয়ে সিনেমা হয়ে ওঠে টোটাল টিম ওয়ার্কসেই সমন্বিত কাজের বদৌলতে সিনেমাপ্রেমীদের কাছে নির্দিষ্ট সিনেমাটি হয়ে ওঠে অতি কাক্সিক্ষতএকইসঙ্গে বক্স অফিসে সাড়া জাগিয়ে সুপারহিটের তকমা লাগিয়ে লগ্নি তুলে মুনাফার মুখ দেখে চলচ্চিত্রএমনকি দর্শক চাহিদায় কোন হলে হলিউডের সাড়া জাগানো থর ছবি নামিয়ে প্রদর্শিত হয় তুমুলভাবে দর্শকসমাদৃত ছবি হাওয়া

ঢাকাই ছবির এই নবজাগরণে হতাশার মাঝে আশার আলো দেখছে পঞ্চাশ বছরের পুরনো প্রেক্ষাগৃহ মধুমিতাদর্শকের অভাবে একসময় ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তা করা সিনেমা হলটির মালিক ইফতেখার উদ্দীন নওশাদ জনকণ্ঠকে বলেন, নতুন নির্মাতাদের নির্মিত দুই ছবি পরাণ ও হাওয়া পাল্টে দিয়েছে ঢাকাই চলচ্চিত্রের করুণ চেহারাছবি দুটির বদৌলতে দীর্ঘদিন পর হলে ফিরেছে দর্শকপরিবার-পরিজন নিয়ে মানুষ দলবেঁধে ছবি দেখছেÑ বহু বছর পর এমন দৃশ্য দেখা মিলেছেআর এই দর্শকরা বুঝিয়ে দিয়েছে, ভাল সিনেমা নির্মিত হলে তারা ঠিকই হলে আসবেনমানুষ আসলে সিনেমায় নতুন গল্প এবং নিখুঁত নির্মাণশৈলী দেখতে চায়তেমন ছবি পেলে তারা ঠিকই হলে আসেএ ধরনের সিনেমা যদি মাসে দুটিও পাওয়া যায় তাহলে হলগুলো টিকে যাবেতাহলে আমাদের আর বিদেশী ছবি দিয়ে হল চালানোর প্রয়োজন হয় নাদেশের ছবি দিয়ে স্বনির্ভরভাবে চলতে পারে প্রতিটি প্রেক্ষাগৃহঢাকাই ছবির সোনালী সময়ে তেমনটাই ছিল¤্রর্্িরয়মান হয়ে যাওয়া সেই দৃশ্যকল্প যেন পুনরায় জেগে উঠেছেতবে তরুণ নির্মাতাদের প্রয়াসে সৃষ্ট এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে

দর্শক মাতিয়ে রাখা তরুণ নির্মাতাদের সাধুবাদ জানিয়েছেন গেরিলা ও একাত্তরের যীশুর মতো দর্শকসমাদৃত চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দীনজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা বলেন, হাওয়া ছবিটির মাধ্যমে যেন দেশজ বাণিজ্যিক চলচ্চিত্রে উত্থান ঘটেছেমেজবাউর রহমানের হাওয়া ও রায়হান রাফির পরাণ যেভাবে দর্শককে হলে ফিরিয়ে এনেছেÑসেটা আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য খুবই ইতিবাচকএই তরুণ নির্মাতারা ঢাকাই ছবিতে নতুন দিনের স্বপ্ন বুনেছেনএই তরুণ নির্মাতারা এক ভাষায় কথা বলছে নাযে যার নিজস্ব ভাষায় পর্দায় বয়ান করছে তাদের কথাফলে একইরকম আঙ্গিক ও নির্মাণ কৌশলের পরিবর্তে ভিন্ন ভিন্ন কৌশলে চিত্রময় হয়ে উঠছে আমাদের রূপালী পর্দাহাওয়া ছবির প্রতি অনুরাগ প্রকাশ করে এই জ্যেষ্ঠ নির্মাতা মন্তব্য করেছেন, মহাকাব্যিক ব্যঞ্জনার একটি চলচ্চিত্র মেজবাউর রহমান সুমনের এই ছবিমানব জীবনের ¯œœহ মমতা লোভ হিংসা দ্বেষ প্রতিশোধ যৌনতা ভালবাসা জীবন মৃত্যুÑসকল কিছুকে ধারণ করে এক মহাজীবনের ছবি এঁকেছেন সুমন হাওয়া চলচ্চিত্রেঅস্থির ও নিস্তরঙ্গ বিশাল সমুদ্রে একটি ভাসমান জলযানওপরে অসীম রহস্যময় আকাশ

জলের গভীরে রহস্যময় প্রাণিকুলজলযানের ওপর কতক মানুষের লোভ লালসা হিংসা বিদ্বেষ প্রেম অপ্রেম যৌনতা ও প্রতিশোধের রক্তাক্ত পরিণতিসবশেষে যাদু বাস্তবতার এক অতিপ্রাকৃত স্পর্শে প্রেম এসে মহাজীবনের হাতছানি দেয় বৈকিবাংলা চলচ্চিত্র কেন ভারতবর্ষের কোন চলচ্চিত্রে এভাবে ধরা দেয়নি সমুদ্র

জনকণ্ঠের সঙ্গে আলাপচারিতায় হাওয়া ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, এই ছবি ঘিরে দর্শকের যে রেসপন্স পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তিএকটা চ্যালেঞ্জ নিয়ে ছবিটি নির্মাণ করেছিলামগভীর সমুদ্রের মাঝে ছবিটি নির্মাণে অসংখ্য প্রতিকূলতা পেরুতে হয়েছেমাটিতে শূট করা আর সাগরে শূট করার মধ্যে অনেক পার্থক্য আছেকাজটা সহজ ছিল নাদর্শকের ভাল লাগার কারণে সেই শ্রম সফল হয়েছেনিজস্ব ভাবনা ও সর্বোচ্চ মেধার প্রয়োগে দর্শককে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছিতারাও ছবিটি লুফে নিচ্ছেঅগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছেÑএসব কিছু এখন উপভোগ করছিশুরুতে ২৪টি হলে মুক্তির পর দর্শক চাহিদার কারণে তৃতীয় সপ্তাহে এসে ৪৮টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি

সিনেমার বাজেট প্রসঙ্গে এই নির্মাতা বলেন, এই ছবির বাজেট খুব বেশি নয়আর সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমার কাছে বাজেট কোন প্রতিবন্ধকতা নয়বরং নিজস্ব ভাবনার প্রয়োগে শ্রমসাধ্য নির্মাণশৈলীর আশ্রয়ে নতুন একটা গল্প বলার চেষ্টা করেছিসেটা দর্শকের ভাল লেগেছে

জনকণ্ঠের এই প্রতিনিধির সঙ্গে কথা হয় পরাণ ছবির নির্মাতা রায়হান রাফির সঙ্গেতিনি বলেন, প্রত্যাশার চেয়েও দর্শকের বেশি সাড়া পেয়েছি এই ছবিতেবরগুনার রিফাত শরীফ হত্যাকা- এবং মিন্নিকে ঘিরে রিফাত ও নয়ন বন্ডের ত্রিমুখী প্রেমের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে একটা গল্প বলেছিএকটা মেয়ের সঙ্গে দুজন ছেলের প্রেম হতেই পারেÑএই ব্যাপারটা আমার কাছে অন্যরকম লেগেছেতাই বলে আমি চাই নাই এই ছবি দিয়ে দর্শক মিন্নি, রিফাত বা নয়নকে বিচার করুকএটা শুধু তাদের জীবনকে উপজীব্য করে আমার নিজের মতো সাজানো একটি ঘটনাপ্রসঙ্গক্রমে এই নির্মাতা বলেন, শুরুতে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক চাহিদার কারণে বর্তমানে দেশের ৬০টা প্রেক্ষাগৃহে চলছে ছবিটি

এ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ জনকণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল সিনেমা হলের পরিবেশের জন্য দর্শক প্রেক্ষাগৃহে আসে নাহাওয়া ও পরাণ প্রমাণ করেছে ভালমানের ছবি ও ভাল গল্প হলে ঠিকই দর্শক হলে আসেআগে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির কারণে মৌসুমি হল খুলতএখন এই ছবিগুলোকে ঘিরে চালু থাকা হলের পাশাপাশি মৌসুমি হলগুলোও খুলে গিয়েছেধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্পের জন্য বিষয়টি খুবই ইতিবাচকমুখ থুবড়ে পড়া ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি পুনরায় ঘুরে দাঁড়াচ্ছেকারণ দর্শকের রুচির পরিবর্তনকে হালের তরুণ নির্মাতারা ধরতে পেরেছেনপাশাপাশি আমাদের সেন্সর বোর্ডও দেরিতে হলেও বুঝতে পেরেছে যে ছবির গল্পের প্রয়োজনে অনেক কিছুই থাকতে পারে ছবিতে

দীর্ঘদিন ধরেই রাজধানীর সিনেমাপ্রেমীদের অন্যতম আকর্ষণ স্টার সিনেপ্লেক্সমূলত হলিউডের সুপারহিট ছবিগুলো দেখতে মাল্টিপ্লেক্স হলে ভিড় জমায় দর্শকরাতবে এবার বদলে গেছে সেই দৃশ্যপটইংরেজী ছবিকে পাশ কাটিয়ে ঢাকাই ছবি দেখার জন্য হুমড়ি খাওয়া দর্শকের ভিড় জমেছে এই হলেএ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেসবাহ উদ্দীন আহমেদ জনকণ্ঠকে বলেন, দেশের তরুণ নির্মাতারা চমক দেখিয়ে দিলআমাদের সিনেমার সোনালী অতীতকে তারা ফিরিয়ে এনেছে৩০ বছর আগে যেমন সিনেমা ঘিরে দর্শকের ক্রেজ ছিল সেই উন্মাদনা দেখা দিয়েছে বর্তমানেপ্রদর্শনীর ৪ থেকে ৫ দিন আগে অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাচ্ছে, প্রতিটি শো দর্শকে ভরপুর, প্রেক্ষাগৃহের দর্শকের তুমুল কলরবÑঢাকাই ছবি নিয়ে এমন উন্মাদনা স্টার সিনেপ্লেক্সে আগে ঘটেনিতরুণ নির্মাতারা এই চমক দেখিয়েছেনকারণ, তারা সময়োপযোগী গল্প বলেছেন সেলুলয়েডেবুঝতে পেরেছেন দর্শকের পালসফলে ঢাকাই ছবির ক্যানভাসে আঁকা হয়েছে পুনর্জাগরণের নতুন দৃশ্যকল্পতবে এই ধারা অব্যাহত রাখতে হবেধরে রাখতে হবে দেশজ ছবির দর্শককেবর্তমানে হাওয়া, পরাণ ও দিন দ্য ডে ছবিগুলো চলছে রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের পাঁচটি মাল্টিপ্লেক্স হলেশুরুতে দিন দ্য ডে নিয়ে দর্শকের আগ্রহ থাকলেও এখন হাওয়া ও পরাণের প্রতি তারা বিশেষ আগ্রহী

 

×