ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও ভোজ্য তেলের দাম সমন্বয় হবে ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্র্টার

প্রকাশিত: ০০:২৭, ১২ আগস্ট ২০২২

আবারও ভোজ্য তেলের দাম সমন্বয় হবে ॥ বাণিজ্যমন্ত্রী

ভোজ্য তৈল

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে নাতারপরও ট্যারিফ কমিশন বিষয়টি খতিয়ে দেখবে

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছেকিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছেতাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে নাতারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবেশীঘ্রই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই তারা (ট্যারিফ কমিশন) বসবেওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি (প্রতিলিটারে ২০ টাকা বাড়ানো) করেছে, সেটা জাস্টিফায়েড কি না, তা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছেএ বিষয়ে কোন তদারকি আছে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না, পরিবহন মন্ত্রণালয়- কতটুকু বাড়ার কথা, সেটা তারা ঠিক করছেআরও আলোচনা চলছে, এক্স্যাক্টলি কত হওয়া উচিত

টিপু মুনশি বলেন, আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছেএখনও প্রতিলিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেনএ মুহূর্তে দাম কত হয়েছে এবং আশপাশের দেশে দাম কত আছে, সেটাতে দেখা গেছে আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে

×