স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপীলের রায় ঘোষণার জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আপীল বিভাগ। উভয়পক্ষের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট এসএম শাহজাহান ও এ্যাডভোকেট তাজুল ইসলাম।
এর আগে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মৃতদেহ।