ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জনকণ্ঠের উদ্যোগে ‘অপরাজিতার বৈঠক’

প্রকাশিত: ২৩:৩৫, ১০ মার্চ ২০২২

জনকণ্ঠের উদ্যোগে ‘অপরাজিতার বৈঠক’

স্টাফ রিপোর্টার ॥ ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে মঙ্গলবার দেশজুড়ে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস’। সব শ্রেণী পেশার নারীরা এদিন মেতে উঠেছিল উদ্যাপনে। এই উদ্যাপন উপলক্ষে দৈনিক জনকণ্ঠের উদ্যোগে আয়োজন করা হয় এক বৈঠকের। ‘অপরাজিতার বৈঠক’ নামের ওই ভার্চুয়াল বৈঠকটি উপস্থাপনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। এ সময় অনলাইনে বৈঠকে যুক্ত হন নন্দিত সঙ্গীতশিল্পী হুমায়রা বশির, বিউটিশিয়ান আফরোজা পারভীন, আইনজীবী মেহনাজ মান্নান, চিকিৎসক সায়েবা আক্তার। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত এ নারীরা বৈঠকে নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। বলেন নিজেদের এগিয়ে যাওয়ার গল্প। এ সময় ৩৬৫ দিনই মানুষের জন্য উল্লেখ করে হুমায়রা বশির বলেন, যেকোন বিশেষ দিনই আমরা উদ্যাপন করতে চাই। নারী দিবস এমনই একটি উদ্যাপনের দিন। এদিন সব নারীর জন্য উৎসবের। তবে দেশের উন্নয়নকে টেকসই করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে এক সঙ্গে কাজ করতে হবে। তাহলেই একটি সুখী, সমৃদ্ধ দেশ গড়ে উঠতে হবে। এবারের নারী দিবসের প্রতিপাদ্যকে অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে আফরোজা পারভীন বলেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ বছর যদি আমরা কাজ করি তাহলে অনেক নারী এগিয়ে আসবে। তবে সবচেয়ে বড় কথা আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে অনেক সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যাবে। তবে নারী দিবসটিকে একদিনের মধ্যে আবদ্ধ রাখার পক্ষে নন ব্যারিস্টার মেহনাজ মান্নান। তিনি বলেন, কর্মক্ষেত্র থেকে শুরু করে গৃহস্থালির কাজ পর্যন্ত সব জায়গায় নারীরা সমান এফোর্ট দেই। প্রত্যেক নারীই মাল্টিটাস্কিং। তারা একসঙ্গে অনেক কাজ করতে পারে। অফিসে কাজ যেমন দক্ষতার সঙ্গে করে তেমনি পরিবারের সব দায়িত্বও সামলায় সুনিপুণ হাতে। এই নারীর অনেকেই তাদের প্রাপ্য সম্মানটুকুও পান না। তাই নারী দিবসের বদলে মানুষ দিবস হওয়া উচিত বলে আমি মনে করি।
×