ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লকডাউনে সৈয়দপুরে মাদ্রাসায় চলছে পরীক্ষা

প্রকাশিত: ২৩:২৮, ৮ এপ্রিল ২০২১

লকডাউনে সৈয়দপুরে মাদ্রাসায় চলছে পরীক্ষা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা মোকাবেলায় সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের বিধিনিষেধ উপেক্ষা করে একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হয়। বুধবার সকালে শহরের টেকনিক্যাল কলেজপাড়া এলাকার আল হেরা হিফজুল কুরআন এন্ড নূরানী কিন্ডারগার্টেনে এ দৃশ্য দেখা গেছে। করোনার প্রকোপের সময় কোমলমতি শিশুদের ডেকে নিয়ে পরীক্ষা গ্রহণের ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা বুধবার সকাল ১০ টায় সরেজমিনে আল হেরা হিফজুল কুরআন এন্ড নূরানী কিন্ডারগার্টেনে গিয়ে দেখতে পায় অফিস কক্ষে প্রায় সব শিক্ষকই উপস্থিত। দ্বিতল ভবনের নিচ তলায় ক্লাস রুমগুলো ফাঁকা। কিন্তু দ্বিতীয় তলায় একটি কক্ষে চলছে পরীক্ষা। সেখানে অভিভাবকরাও উপস্থিত। শিশু ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা লিখিত পরীক্ষা দিচ্ছে! এ সময় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী রেজওয়ানুল ফেরদৌস জানায়, মাদ্রাসার পরিচালক তাদের অভিভাবকদের মোবাইলে ডেকে নিয়ে পরীক্ষা দিতে বলেছে। তাই তারা এসেছে পরীক্ষা দিতে। বুধবার বাংলা পরীক্ষা নেয়া হয়। একই কথা জানায় আরেক পরীক্ষার্থী আদনান। সে শিশু শ্রেণীর আরবি পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসার পরিচালক আল মাহদী বলেন, আমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের এনে প্রশ্নপত্র বুঝিয়ে দেয়া হচ্ছে। তারা বাসায় গিয়ে বোর্ডের দেয়া খাতায় পরীক্ষা দেবে। এখানে কোন পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষার্থীরা রীতিমত লিখিত পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীরা খাতায় প্রশ্নের উত্তর লিখছে কেন জানতে চাইলে তিনি রেখে গিয়ে বলেন, গত ৭ মাসে অনেক সাংবাদিক ও প্রশাসনের লোকজন এসেছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!