স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর খুলশী থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোঃ রশিদ (৩৫) নামের এ শ্রমিক খুলশী কলোনিতে বাস করতেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অসতর্কতায় রশিদ ওই ভবনের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।