ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ২৩:১৭, ২৬ নভেম্বর ২০২০

ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ নতুন চেয়ারম্যান পেল ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। আর সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন তিতুমীর কলেজের অধ্যাপক রমা বিজয় সরকার। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক নেহাল ইংরেজী সাহিত্যের শিক্ষক। বিজয়ের মাসে অর্থাৎ পহেলা ডিসেম্বরে নতুন কর্মস্থলে যোগদান করতে চান বলে জানিয়েছেন নেহাল আহমেদ। করোনাকালে সারাদেশের পড়াশোনা যখন স্থবির ঠিক তখনই ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শুরু ও পরীক্ষা নিয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন অধ্যাপক নেহাল আহমেদ। তার নানা উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. রমা বিজয় সরকার। তিনি তিতুমীর সরকারী কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
×