ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০০:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

জাতিসংঘে নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান জাতিসংঘ দফতরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়ার কাছে সোমবার তার পরিচয়পত্র পেশ করেছেন। খবর ওয়েবসাইটের। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, এসময় স্থায়ী প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত এক দশকেরও বেশি সময় ধরে আর্থ-সামাজিক খাতে অর্জিত বাংলাদেশের উন্নয়নের সাফল্য তুলে ধরেন। বিশেষ করে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক হার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন। রাষ্ট্রদূত রহমান কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও মহাপরিচালককে অবহিত করেন। এছাড়া তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অবস্থানের বিষয়টি তুলে ধরে দ্রুততম সময়ে এই সঙ্কটের গ্রহণযোগ্য সমাধানে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুরোধ জানান।
×