জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ইতালির রোমে ফিরে গেলেন ২৮১ প্রবাসী বাংলাদেশী। শনিবার বেলা ১২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন বলে বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন। খবর বিডিনিউজের।
গত ফেব্রুয়ারিতে ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক মাত্রায় শুরু হলে সেখান থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা। মার্চের প্রথমার্ধেও অনেক বাংলাদেশী দেশে ফিরে আসেন। এখন ইতালির অবস্থা তুলনামূলক ভাল হওয়ায় সেখানে আবার ফিরতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশীরা। গত মঙ্গলবার বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৬১ বাংলাদেশী রোমে ফিরে যান। তবে এই দুই ফ্লাইটে যারা গেলেন তারা ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশে ফিরেছিলেন কিনা তা জানা যায়নি।
রোমে ফিরে গেলেন আরও ২৮১ প্রবাসী
প্রকাশিত: ০০:৫১, ২৮ জুন ২০২০
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: