ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গণস্বাস্থ্য কিটের নিবন্ধন দিল না ওষুধ প্রশাসন

প্রকাশিত: ০০:১১, ২৬ জুন ২০২০

গণস্বাস্থ্য কিটের নিবন্ধন দিল না ওষুধ প্রশাসন

স্টাফ রিপোর্টার ॥ গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর কোভিড-১৯ এ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন প্রদান করেনি সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর দেশের এই জরুরী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‌্যাপিড এ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন প্রদান করেনি। প্রায় মাস ধরে গণস্বাস্থ্যের এ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে গত ১৬ জুন ওষুধ প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ। এর ৯ দিন পর বৃহস্পতিবার ওষুধ প্রশাসন জানাল, গণস্বাস্থ্যের এ্যান্টিবডি কিট কার্যকরী নয়।
×