ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৩:৩১, ২৬ মার্চ ২০২০

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ ডেস্ক ॥ মানবিক কারণে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শাস্তি স্থগিত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। বুধবার এক অফিসিয়াল টুইট বার্তায় বিষয়টি জানানো হয়। ওই বার্তায় আরও বলা হয়, ‘কোভিড-১৯ সমস্যা মোকাবেলার জন্য মানবিক গুণাবলী সম্পন্ন নেতৃত্ব দরকার এবং এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জাতীয় সংহতি।’ এর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওরতাগোস এক টুইটে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের যেভাবে সহায়তা দিচ্ছে, একইভাবে করোনা আক্রান্ত অন্য দেশকেও সহায়তা দিচ্ছে। বাংলাদেশে ইউএসএইড স্বাস্থ্য খাতে ইনফেকশন সুরক্ষা ও নিয়ন্ত্রণে কাজ করছে। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তারা কাজ করছে।’ ইউএসএইড বাংলাদেশ করোনাভাইরাসের জন্য ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
×