ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্যোগের সময় চাকরিচ্যুতি দুঃখজনক : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৭, ২৩ মার্চ ২০২০

দুর্যোগের সময় চাকরিচ্যুতি দুঃখজনক  : তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ দুর্যোগের মধ্যে সবাই উৎকণ্ঠিত থাকে। এ সময় যেকোনও ধরনের চাকরিচ্যুতি অনভিপ্রেত ও দুঃখজনক। এ সময় মালিকপক্ষের যদি কোনও কারণে অসুবিধাও হয়, তারপরও সাংবাদিকদের চাকরিচ্যুত না করার জন্য তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য সম্প্রচার আইন হবে, গণমাধ্যমকর্মী আইন হবে। সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন মন্ত্রিসভা হয়ে আগামী পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি এটি সেখানে পাস হয়, তবে ইলেক্ট্রনিক-প্রিন্ট-অনলাইনসহ সব মিডিয়ার সাংবাদিকরা আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি সম্প্রচার আইন তৈরিতেও আইন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এই দুটি আইন হলে সব গণমাধ্যমকর্মীর আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সবারই আইনি সুরক্ষা প্রয়োজন। আমি আশা করি, খুব শিগগিরই গণমাধ্যমকর্মী আইনটি করতে পারবো।’
×