ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ভিডিও দেখেও শেখে পাখি

প্রকাশিত: ১০:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 ভিডিও দেখেও শেখে পাখি

পাখিকে যদি কোন স্বাদহীন ফল খাইয়ে তার প্রতিক্রিয়ার ভিডিও তোলা যায় এবং সেটি যদি অন্য একটি পাখিকে দেখানো হয়, তাহলে সেই অন্য পাখিটি শিখে যাবে কোন ফল খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয়। গবেষণায় দেখা গেছে ‘ব্লু টিটস’ গোত্রের পাখি তার নিজের প্রজাতির অভিব্যক্তি দেখে দ্রুত শিখে নিতে পারে। আর ‘গ্রেট টিটস’ এটা শিখতে পারবে ব্লু টিটসদের কাছ থেকে এবং নিজের প্রজাতির পাখির কাছ থেকে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লিজা হ্যামালেইনেন জানিয়েছেন, ব্লু টিটস ও গ্রেট টিটস দুই প্রজাতির পাখিরই খাদ্য তালিকা এক। কোন অজানা নতুন খাদ্য গ্রহণ করার আগে এই দুই প্রজাতির পাখির সংশয় ভিন্ন প্রকৃতির। অন্যকে দেখে তারা খুব দ্রুত শিখে ফেলতে পারে কোন খাবার গ্রহণযোগ্য।- জার্নাল অব এ্যানিম্যাল ইকোলজি
×