স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে আরও ১৫টি বেসরকারী কলেজকে সরকারী করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক আদেশে জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব কলেজের মধ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে ১৫টি বেসরকারী কলেজকে সরকারী করার লক্ষে এসব কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলেজগুলোর পরিদর্শন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরচিালককে।
কলেজগুলো হলো- ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুরের বোয়ালমারির খরসূতী বঙ্গবন্ধু কলেজ, রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদরের ছিলাচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ এবং মাদারীপুরের রাজৈরের শেখ রাসেল মহাবিদ্যালয়।
বাগেরহাট মংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহের কালিগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয় ও মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রী কলেজ, মাগুরার শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ এবং বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়কেও সরকারী করা হবে। এছাড়া জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া ও শেখ কামাল কলেজ, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও জলঢাকার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রী মহাবিদ্যালয় এবং দিনাজপুরের ফুলবাড়ি চিন্তামনের বঙ্গবন্ধু কলেজ সরকারী হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার কর্মকর্তারা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামে মহিলা দলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিবদমান দুই নেত্রীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার একটি ওয়ার্ড কমিটি গঠন করতে সমাবেশে যাওয়ার পথে কাজির দেউড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মহানগর মহিলা দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, দুই নেত্রী মনোয়ারা বেগম মনি এবং তাসলিমা বেগমের অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন দলের সভানেত্রী বেগম ফাতেমা বাদশা। হামলায় তিনি নিজেও আহত হন।