
স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের দিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর জরুরি মেরামত কাজ করা হবে।
এসময়ে এ মহাসড়কে চলাচলকারী হালকা যানবাহনকে বিকল্প রুট হিসেবে মোগড়াপাড়া- কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।