ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

গ্রামবাসীর হাতে আটক প্রেমিক ॥ পুলিশ অবরুদ্ধ

প্রকাশিত: ১০:১৮, ২৮ মে ২০১৯

 গ্রামবাসীর হাতে আটক প্রেমিক ॥ পুলিশ অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় মধ্য রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন প্রেমিকসহ তিন যুবক। খবর পেয়ে রাতে তাদের উদ্ধারে গেলে সারারাত অবরুদ্ধ করে রাখা হয় পুলিশ সদস্যদেরও। রবিবার রাতে উপজেলার ভালুকগাছি-হাড়গাতি গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভালুকগাছি ইউপি চেয়ারম্যান তাকবির হাসান বলেন, ধোপাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হায়দার আলীর সঙ্গে হাড়গাতি গ্রামের দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক হায়দার আলী তার দুই বন্ধুকে নিয়ে রবিবার রাত ১১টার দিকে প্রেমিকার গ্রামে যান। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন তাদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। তবে এখন পরিস্থিতি শান্ত। প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে ওই প্রেমিকযুগল রাতের আঁধারে দেখা-সাক্ষাত করতেন। বিষয়টি গ্রামের লোকজন টের পেয়ে গত রাতে হাতেনাতে তাদের আটক করে। আটক প্রেমিক ও তার বন্ধুদের মারধর করে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশের একটি দল আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে গ্রামের লোকজন তাতে বাধা দেন। এক পর্যায়ে পাশের মসজিদে ঘোষণা দিলে লোকজন জড়ো হয়। পরে উদ্ধারকারী পুলিশ দলটিকে সারারাত অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী।

শীর্ষ সংবাদ:

আইরিশদের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ
রাজধানী থেকে ৪ ডাকাত গ্রেপ্তার
টস জিতে বোলিংয়ে গুজরাট
জবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে অন্য পরিকল্পনায় বিএনপি :আ ক ম মোজাম্মেল হক
রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে কমে এসেছে
দমন-পীড়নে ক্ষতবিক্ষত গণতান্ত্রিক অধিকার :মির্জা ফখরুল
একদিনে করোনায় আক্রান্ত আরও ৫
বাংলাদেশে খাদ্যের অভাব নেই :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচ
আওয়ামী লীগের যৌথ সভা শনিবার
বাংলাদেশ থামল ১২৪ রানে
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান আটক
ট্রাম্পকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হতে পারে
দেশে ৮৫ হাজার নার্স কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের সব স্টেশন চালু
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ