ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লস এঞ্জেলেস সিটি নেইবারহুড কাউন্সিলে ৩ বাংলাদেশির বিজয়

প্রকাশিত: ২৩:২১, ২১ এপ্রিল ২০১৯

লস এঞ্জেলেস সিটি নেইবারহুড কাউন্সিলে ৩ বাংলাদেশির বিজয়

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস সিটির ‘নেইবারহুড কাউন্সিলের প্রতিনিধি’ নির্বাচিত হয়েছেন ৩ বাংলাদেশি-আমেরিকান। এরা হলেন আন্তর্জাতিক মূকাভিনেতা, কবি, সাংবাদিক কাজী মশহুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদ ও এটিএন বাংলা ও দৈনিক সমকাল লস এঞ্জেলেস প্রতিনিধি লস্কর আল মামুন। গত ১৩ এপ্রিল লস এঞ্জেলেস সিটি নেইবারহুড নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আমেরিকানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ভোট প্রদান করে। নির্বাচনে বিদেশিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ বাংলাদেশি। এর মধ্যে ৩ জনই নির্বাচনে জয় লাভ করেন। উল্লেখ্য, নেইবারহুড কাউন্সিলের প্রতিনিধি তাদের নিজ নিজ এলাকার নাগরিক কল্যাণসহ সুন্দর শহর বিনির্মাণে সিটি মেয়র তথা স্থানীয় প্রশাসনকে সহায়তা করে থাকে। এ জন্য প্রতি বছর বাজেটে অর্থ বরাদ্ধ দেয়া হয়। নির্বাচিত প্রতিনিধি কাজী মশহুরুল হুদা ১৯ এপ্রিল রাতে বলেন, তৃণমূলের প্রতিনিধি হিসেবে আমরা সিটি মেয়রের কাছে কমিউনিটির সমস্যা এবং তা সমাধানের সুপারিশ পেশ করবো। কমিউনিটির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই পদটির গুরুত্ব অপরিসীম।
×